আসাম রাইফেলস এর অভিযানে মিজোরামে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

আসাম রাইফেলস এর অভিযানে মিজোরামে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

আসাম রাইফেলস এর অভিযানে মিজোরামে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিজোরামের সাইখুমফাই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে ভারতের কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী আসাম রাইফেলস।

গত ২৪ অক্টোবর চাঁপাই জেলার সাইখুমফাই এলাকার সাধারণ অঞ্চলে এ অভিযান পরিচালিত হয়।

আসাম রাইফেলস জানিয়েছে, অভিযানে ছয়টি ৬০ মিলিমিটার মর্টার টিউব ও বেস প্লেট, মিয়ানমার নির্মিত দুটি ৭.৬২ মিমি অ্যাসল্ট রাইফেল, তিনটি শটগান, দুটি .২২ বোর রাইফেল, একটি হ্যান্ড গ্রেনেড, ৭.৬২ মিমির ৪০ রাউন্ড গুলি, ৬০ মিমি মর্টারের ১৫টি রাউন্ড, দুটি অ্যান্টি-পারসোনেল মাইন এবং অ্যান্টেনাসহ দুটি ওয়্যারলেস রেডিও সেট উদ্ধার করা হয়। এছাড়া রেডিও চার্জারসহ অন্যান্য যুদ্ধোপযোগী সরঞ্জামও জব্দ করা হয়েছে।

উদ্ধার করা অস্ত্র ও সামগ্রী চাঁপাই জেলার দুঙ্গতলাং পুলিশ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে আসাম রাইফেলস। তবে এই অস্ত্রগুলো কোন সংগঠন বা সন্ত্রাসী গোষ্ঠীর অধীনে ছিল—তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিষয়টি তদন্ত করছে স্থানীয় পুলিশ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সশস্ত্র সংঘাত বৃদ্ধি পাওয়ায় ওই এলাকায় অস্ত্র পাচার ও সন্ত্রাসী তৎপরতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed