সড়ক দুর্ঘটনা রোধে বান্দরবানে মোবাইল কোর্টের অভিযান
![]()
নিউজ ডেস্ক
সড়ক দুর্ঘটনা রোধে বান্দরবানে মোবাইল কোট অভিযান পরিচালিত হয়েছে।
২৬ শে আগস্ট সোমবার দুপুরে বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশন সড়কে এ মোটরযান অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসাইন এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী, মোটরযান পরিদর্শক মোঃ ফাহাদ হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ধারায় এ সময় ফিটনেসবিহীন গাড়ি চালানো, হেলমেট না থাকা ও গাড়ির প্রয়োজনীয় সকল কাগজপত্র না থাকার কারণে ৭ জনকে বিভিন্ন ধারায় ২ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটগন জরিমানাকৃত ব্যক্তিদেরকে সতর্কতার সাথে গাড়ি চালাতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।