উপজেলা পর্যায়ে পানছড়ির শ্রেষ্ঠ শিক্ষার্থী মুন্নী চাকমা
![]()
নিউজ ডেস্ক
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর সম্মাননা পেয়েছেন পানছড়ির উপজেলার চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী মুন্নী চাকমা।
গত ২৫ আগস্ট রবিবার সকালে পানছড়ি উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে মুন্নী চাকমার হাতে এই শ্রেষ্ঠ শিক্ষার্থীর সম্মাননা তুলে দেওয়া হয়।
পানছড়ির পূজগাং ইউনিয়নের চন্দ্র কারবারি পাড়ার প্রদীপ চন্দ্র চাকমা ও কল্পনা চাকমার তিন মেয়ের মধ্যে মেঝ সন্তান মুন্নী। অভাব আর দারিদ্র্যকে সাথে নিয়েই ছুটে চলা তাদের জীবন। দরিদ্র শিক্ষক বাবা শিক্ষকতা করেছিলেন অনেক বছর। অনেক কষ্ট করেছিলেন তিনি তাদের তিন সন্তানকে মানুষ করার জন্য। গত ১ বছর ধরে শয্যাশায়ী হয়ে পড়েছেন তিনি। তাদের পরিবারে নেমে এলো যেন অন্ধকার ময় এক জগত।মুন্নীর সাফল্যে আলোর আনন্দে ভাসিয়ে তুললো সবাইকে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর সম্মাননা গর্বে ভরিয়ে তুললো তাদের বাবা-মা সহ পরিবারের সবাইকে।
২০১৭ সালে পূজগাং মুখ উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি ও ২০১৯ সালে চেঙ্গী সারিবালা মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করে মুন্নী। বর্তমানে সে পানছড়ি সরকারি কলেজে অনার্স’এ অধ্যায়নরত আছে।