টহল গাড়িতে গুলি করে সেনাসদস্য হত্যার ঘটনায় মামলা
 
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি জেলার রাজস্থলীততে গত ১৮ আগষ্ট সেনাবাহিনীর একটি টহল গাড়ি উপজাতি সন্ত্রাসী কর্তৃক অতর্কিত গুলি করে সেনা সদস্য হত্যার ঘটনায় ৯ দিনের মাথায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে বলে জানা গেছে।
সোমবার (২৬ আগষ্ট) রাজস্থলী থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া এ মামলাটি দায়ের করেন।
জানা গেছে, গত ১৮ আগষ্ট রাজস্থলীতে সেনাবাহিনীর একটি টহল দলের উপর গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে মোঃ নাসিম (১৯) নামের এক সেনা সদ্যস্য গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার পর অভিযান চালাতে গিয়ে আহত হয়েছেন আরো দুজন।
এদিকে ঘটনার ৯ দিনের মাথায় পুলিশ বাদী হয়ে আসামীদের অজ্ঞাত দেখিয়ে ১৪৭, ১৪৮, ১৪৯, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩০৭, ৩০২, ৩৪’র দন্ডবিধি তৎসহ বিষ্ফোরক দ্রব্য ৩/৪ ধারায় মামলা দায়ের করেছেন।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার মাধ্যমে আসামীদের ধরতে আমাদের সহজ হবে। বর্তমানে এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ সব রকম চেষ্টা চালাচ্ছে।
