সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন, মামলা দায়ের - Southeast Asia Journal

সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন, মামলা দায়ের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল (২৬ আগষ্ট) সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে নিহত তিন ইউপিডিএফ সন্ত্রাসীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল ময়নাতদন্ত করা হয়। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে সকালে দীঘিনালা থেকে নিরাপত্তা বাহিনীর প্রহরায় মরদেহগুলো হাসপাতালে আনা হয়। নিহতদের মধ্যে নবীন জ্যোতি চাকমার (৩৮) মরদেহ পানছড়িতে এবং ভূজেন্দ্র চাকমা (৫০) ও রুচিল চাকমা ওরফে রাসেল (২৬) এর মরদেহ দীঘিনালায় নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিকভাবে তাদের দাহক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এ ঘটনায় দীঘিনালা থানায় সোমবার রাতে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। দীঘিনালা থানার এসআই পিজুস কান্তি দে বাদী হয়ে সংগঠিত হত্যাকান্ডের ঘটনায় একটি এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় অপর একটি মামলা করেন। দুটি মামলাতে ৬/৭জনকে অজ্ঞাত আসামী দেখানো হয়েছে।

দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।