বৌদ্ধভিক্ষুকে হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন - Southeast Asia Journal

বৌদ্ধভিক্ষুকে হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলা সদরের বিজিতলা গ্রামের বাসিন্দা ভদন্ত অমৃতানন্দ বৌদ্ধ ভিক্ষুকে( শুদ্ধো বিকাশ চাকমা) কুমিল্লা জেলার আড়াইওরা গ্রামস্থ গোমতি রেল ব্রিজ ২৪৩ নং সংলগ্ন এলাকায় নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) ২টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ ও মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন বিহারের বৌদ্ধ ভিক্ষু ও রাঙ্গামাটি এলাকাবাসীসহ পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সংঘের বৌদ্ধ ভিক্ষুরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যকরি কমিটির সাধারন সম্পাদক ভদন্ত শুভদর্শী মহাথের, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর যুগ্ন সম্পাদক ভদন্ত সুগত লংকার থের, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক লোকমিত্র থেরসহ অন্যান্য প্রমূখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যকরি কমিটির সভাপতি শ্রদ্ধালংকার মহাথের।

এসময় বক্তারা বলেন, কুমিল্লা জেলার আড়াইওরা গ্রামস্থ গোমতি রেল ব্রিজ ২৪৩ নং সংলগ্ন এলাকায় ভদন্ত অমৃতানন্দ বৌদ্ধ ভিক্ষুকে (শুদ্ধো বিকাশ চাকমা) রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন কোতয়ালী মডেল থানার পুলিশ । তার শরীরের বিভিন্ন অংশে এবং মাথায় বড়ধরনের আঘাতের চিহ্ন দেখে স্পষ্ট বোঝা যায় যে, তাকে দুষ্কৃতিকারী কর্তৃক অমানুষিক নির্যাতনের পরে হত্যা করা হয়েছে। একটি অসম্প্রদায়িক দেশে এ ধরনের নৃশংস হত্যাকান্ড খুবই নিন্দনীয়,দুঃখজনক। হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওয়াতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে রাঙ্গামাটি জেলা প্রশাসকরের মাধ্যেমে স্বারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য যে, ভদন্ত অমৃতানন্দ ( শুদ্ধো বিকাশ চাকমা) ছিলেন একজন বৌদ্ধভিক্ষু। তার বয়স ছিল ৭৪ বৎসর। ২৫ শে আগস্ট কুমিল্লা জেলার আড়াইওরা গ্রামস্থ গোমতি রেল ব্রিজ ২৪৩ নং সংলগ্ন এলাকায় ভদন্ত অমৃতানন্দ বৌদ্ধ ভিক্ষুর(শুদ্ধো বিকাশ চাকমা) রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন কোতয়ালী মডেল থানার পুলিশ।