খাগড়াছড়িতে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশতঃ ৩০ আগস্টের পরিবর্তে আগামী ২০ সেপ্টেম্বর সকাল ১০.০০ ঘটিকায় পূর্ব নির্ধারিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।
পত্রে উল্লেখ করা হয়, পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিষয়সমূহ অপরিবর্তিত থাকবে। ইতিপূর্বে জারীকৃত ইন্টারভিউ কার্ড উক্ত লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। নতুন করে কোন ইন্টারভিউ কার্ড এর প্রয়োজন হবে না