প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রেড ক্রিসেন্ট’র চেক বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি’র প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আয়োজনে ‘ইকোসেক’ প্রকল্পের সুফল ভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে অফিসার্স ক্লাব মিলনায়তনে সুবিধাভোগীদের মাঝে এ চেক বিতরণ করা হয়।
খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এ্যাড. জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম, খাগড়াছড়ি রেড ক্রিসেন্টের সাবেক ভাইস চেয়ারম্যান নুরন্নবী চৌধুরী, চৌধুরী আতাউর রহমান রানা, আইসিআরসি প্রতিনিধি রাকিবুল হাছান শুভ ও ইকোসেক প্রকল্পের লোকাল পার্সন পঙ্কজ সরকার প্রমূখ।
এ সময় খাগড়াছড়ির প্রান্তিক ২শ ৬৬ জনের মাঝে প্রতিজনকে ৩০ হাজার টাকা করে ৭৯ লক্ষ ৮০ হাজার টাকার চেক প্রদান করা হয়।