খাগড়াছড়িতে বসত ঘরে আগুন, ক্ষতিগ্রস্থদের পাশে পাজেপ ও পৌরসভা - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বসত ঘরে আগুন, ক্ষতিগ্রস্থদের পাশে পাজেপ ও পৌরসভা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

সোমবার গভীর রাতে (মঙ্গলবার রাত সাড়ে ১২টায়) য়ংড বৌদ্ধ বিহার সংলগ্ন রুখই চৌধুরী পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে (মঙ্গলবার রাত সাড়ে ১২টা) বসতঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে জ্বলে উঠে একটি বাড়ি। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের বাসাগুলোতেও। এক পর্যায়ে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস, পুলিশ দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পানি সঙ্কটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হলেও স্থানীয়দের অভিযোগ ছিল ফায়ার সার্ভিসের বিরুদ্ধে। দায়িত্বে অবহেলাসহ কাল ক্ষেপন না করলে শেষ সম্ভব টুকু হলেও রক্ষা করা যেত বলে জানান ক্ষতিগ্রস্তরা। রাতেই খাগড়াছড়ি সদর থানার ওসি মো: আব্দুর রশিদ ঘটনাস্থলে ছুটে যায়।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জনপ্রতিনিধি। এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ২০ হাজার টাকা ও পৌরসভার মেয়র রফিকুল আলম ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে ৫ হাজার টাকা ও ১০ কেজি করে চাল আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় জেলা পরিষদ সদস্য ও পৌর কর্মকর্তা কর্মচারীসহ অন্যান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।