প্রেমের টানে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে উপজাতি কিশোরীর ইসলাম ধর্ম গ্রহণ
![]()
নিউজ ডেস্ক
প্রেমের টানে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার এক উপজাতি কিশোরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
গত ১৮ আগষ্ট কক্সবাজার নোটারি পাবলিকের কার্যালয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার ২৬৯ নং সোনাইছড়ি মৌজার মারোগ্যাপাড়া এলাকার অংথোয়াই হলা তঞ্চঙ্গার মেয়ে উমে (কারিশমা) তিনি মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর আদর্শে অনুপ্রাণিত হয়ে পবিত্র কালেমা পাঠ করে কচ্ছপিয়া এলাকার স্থানীয় মৌলভীর মাধ্যমে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার বর্তমান নাম মোছা: আয়েশা ছিদ্দিকা। এ্যাডভোকেট সাইফুল ইসলাম হলফনামাটি সম্পন্ন করেন এবং এ্যাডভোকেট বিভূতি ভূষণ শর্মা ধর্মান্তরিত আয়েশা ছিদ্দিকার হলফনামাটি সনাক্ত করেন।
নওমুসলিম আয়েশা ছিদ্দিকা জানান, “সকল ধর্মের মধ্যে ইসলাম ধর্ম শ্রেষ্ট ধর্ম। তাই আমি বিনা প্ররোচনায়, স্বেচ্ছায় হলফনামার মাধ্যমে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছি”।
জানা যায়, গত ২০ আগষ্ট কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা গ্রামের ছৈয়দ করিমের ছেলে নুরুল্লাহর সাথে ৫ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে উভয়ের সম্মতি ক্রমে ইসলামী শরিয়তের বিধান মতে স্থানীয় একজন মৌলভীর মাধ্যমে আকদ পড়িয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।
ইসলাম ধর্ম গ্রহণ করা নিয়ে নওমুসলিম আয়েশার বক্তব্যঃ