প্রবল বন্যার কবলে মিয়ানমারের বাসিন্দারা
 
                 
নিউজ ডেস্ক
মিয়ানমারে ভয়াবহ বন্যায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি হারিয়েছে হাজারো মানুষ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভারী বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিচ্ছে। এমন পরিস্থিতিতে বন্যায় আটকে পড়া অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। থাইল্যান্ডের সংবাদমাধ্যম দ্য ইরাবতী এ খবর জানিয়েছে।
সুপার টাইফুন ইয়াগির প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার থেকে মিয়ানমারের মান্ডালে, বাগো, নেপিদো অঞ্চল এবং শান, কারেনি মন ও কারেন রাজ্যের শহরগুলোতে বন্যা দেখা দিয়েছে।
বন্যায় মান্ডালের পিয়াউবও টাউনশিপে একটি রেলসেতু ভেসে গেছে। এ কারণে ইয়াঙ্গুন ও মান্ডালের মধ্যে রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। এছাড়া বন্যায় নেপিদোর পুরানো ইয়াঙ্গুন-মান্ডালের মহাসড়কও প্লাবিত হয়। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
মিয়ানমার ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, মান্ডালের দক্ষিণাঞ্চলের ইয়ামেথিন টাউনশিপে পাঁচটি গ্রামের ১০ জন নিহত হয়েছে এবং প্রায় ৫৩ হাজার ৯২৭ জন মানুষ ঘরবাড়ি হারিয়েছে।
নেপিদোর নিকটবর্তী শহরগুলোতে বন্যায় ডুবে যাওয়া বাড়িতে আটকা পড়েছে শত শত মানুষ।
শান রাজ্যের হোপং টাউনশিপে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে এক নারী নিহত হয়েছে।
এ অবস্থায় মান্ডাল, সাগাইং ও মাগওয়ে অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ ইউ উইন নাইং।
গত জুলাই মাসেও উজানে ভারী বৃষ্টিপাতের কারণে ইরাবতী নদীর পানি বিপদসীমা অতিক্রম করলে তীরবর্তী শহর ও গ্রামগুলোতে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল হাজার হাজার মানুষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
