এরশাদের চেহলাম উপলক্ষ্যে রাঙ্গামাটিতে জাতীয় পার্টির দোয়া মাহফিল! - Southeast Asia Journal

এরশাদের চেহলাম উপলক্ষ্যে রাঙ্গামাটিতে জাতীয় পার্টির দোয়া মাহফিল!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর চেহলাম উপলক্ষ্যে রাঙ্গামাটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় পার্টির রাঙ্গামাটি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট পারভেজ তালুকদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব জ্যোতি বিকাশ চাকমার পরিচালনায় শনিবার (৩১ আগষ্ট) সকাল ১০ ঘটিকায় জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কাঠালতলী জাতীয় পার্টি কার্যালয়ে প্রথম দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি শহরস্থ কাঠালতলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ক্লাবে পবিত্র খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল শোকসভা, তাবারুক বিতরণ, কাঙ্গালি ভোজ ও সাধারণ ভোজের আয়োজনের মধ্য দিয়ে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

এতে রাঙ্গামাটি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট পারভেজ তালুকদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব জ্যোতি বিকাশ চাকমার পরিচালনায় ও জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদারের উপস্থাপনায় পরিচালিত সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্মআহ্বায়ক ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক ডা: শিব প্রসাদ মিশ্র, যুগ্ম আহ্বায়ক কবি মো: রেজাউল করিম মিন্টু, যুগ্ম আহ্বায়ক ও জেলা যুব সংহতির সভাপতি চন্দন বড়ুয়া, যুগ্মআহ্বায়ক ও জেলা কৃষক পার্টির সভাপতি, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক মো: পারভেজ শেখ হৃদয়, যুগ্মআহ্বায়ক ও জেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি মো: সাইফুল ইসলামসহ জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

You may have missed