দুর্গাপূজা উপলক্ষে পানছড়িতে বিজিবির মতবিনিময়, আর্থিক অনুদান প্রদান
![]()
নিউজ ডেস্ক
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মফিজুর রহমান ভূূঁইয়া।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল দশটায় লোগাং জোন সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার ১০টি পূজামণ্ডপের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা প্রতিনিধিগণ অংশ নেন।
সভায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পূজা উদযাপনকালীন সময়ে বিজিবির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জোন অধিনায়ক সকলকে আশস্থ করেন। এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বলেন। সবাইকে শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে নির্ভয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদযাপন করার আহ্বান জানান তিনি।
এ সময় প্রতিটি মণ্ডপের জন্য বিজিবির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।