রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
 
                 
নিউজ ডেস্ক
মঙ্গলবার (৪ঠা সেপ্টেম্বর) রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু বিস্তার রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সময়কাল পর্যন্ত উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে মতবিনিময় করেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ।
এসময় অভিভাবকদের পক্ষ থেকে সরকারী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে পাঠদানে অবহেলাসহ বিদ্যালয়ের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কথা জেলা প্রশাসককে জানানো হয়। এসময় তিনি তাৎক্ষনিকভাবে উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠ সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে প্রধান শিক্ষককে নিদের্শনা প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে রাঙামাটির জেলা শিক্ষা অফিসার উত্তম বড়ুয়া, রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি, অভিভাবক প্রতিনিধি মোঃ ইব্রাহিমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
চলমান বিশ্বায়নে টিকে থাকতে হলে ডিজিটাল পদ্ধতিকে ব্যবহার করে মানসম্পন্ন প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের শিক্ষিত করে গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ছাড়া আত্বনির্ভরশীল, দক্ষ ও মর্যাদা সম্পন্ন জাতি গঠন সম্ভব নয়। তথ্য-প্রযুক্তি আজকের শিক্ষা ব্যবস্থার সাথে অত্যন্ত ঘনিষ্ট ভাবে জড়িত। পৃথিবীর সকল দেশ জুড়ে প্রযুক্তির ব্যবহার বিস্ময়কর ভাবে বেড়েই চলছে। এমতাবস্থায় কোচিংয়ের প্রতি আগ্রহী না করে শ্রেণীকক্ষের মধ্যেই শিক্ষার্থীদের পাঠগ্রহণে অভ্যস্থ করে গড়ে তুলুন।
