সীমান্তে মানবপাচারকারীসহ আটক দুই পরিবারের সাত সদস্য
![]()
নিউজ ডেস্ক
দিনাজপুরের বিরলে অবৈধভাবে ভারত যাওয়ার পথে এক মানবপাচারকারীসহ বাংলাদেশি সাত নাগরিক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিজিবির ৪২ ব্যাটালিয়নের কিশোরীগঞ্জ বিওপির সদস্যরা তাদের আটক করে। পরে তাদের তুলে দেয়া হয় পুলিশের হাতে।
বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলামের উদ্ধৃতি দিয়ে বাহিনীর জনসংযোগ বিভাগের কর্মকর্তা শরিফুল ইসলাম শরিফ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিরল উপজেলার ভাণ্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শংকপনী সীমান্তে মেইন পিলার ৩৩০-এর কাছে এ সাতজনকে আটক করা হয়। এর মধ্যে এক দালাল এবং দুই পরিবারের দুই নারী, তিন শিশু ও এক পুরুষ রয়েছেন।
তারা ধানক্ষেতের মধ্যদিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল।
এদের মধ্যে মানবপাচারকারী মোশারফ (৩০) বিরলের ভাণ্ডারা গ্রামের আব্দুল আজিজের ছেলে।
এছাড়া অন্যরা হলেন: বীরগঞ্জের বুড়িরহাট গ্রামের রবীন্দ্রনাথ সেনের ছেলে পলাশ চন্দ্র সেন (৩৩), তার স্ত্রী প্রিয়াঙ্কা রানী (২৫), তাদের ছেলে ধ্রুব চন্দ্র সেন (৭), বিরলের গোবিন্দপুর গ্রামের জয়দেব মোহন্তের স্ত্রী শম্পা রানী (২২), তার মেয়ে জবা রানী (৬) ও আরেক মেয়ে ঋতু রানী (৩)।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।