নিজ স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড - Southeast Asia Journal

নিজ স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

পারিবারিক কলহের জেরে খাগড়াছড়ির গুইমারায় স্ত্রী ও শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন দিয়েছে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হোসেন এই রায় প্রদান করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৬ সালের ২২ মার্চ রাতে গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ মাজেদা বেগম ও ছয় মাসের পুত্র সন্তান রিদোয়ান আহম্মেদকে শ্বশুর শ্বাশুরীর সহযোগীতায় শ্বাসরোধ করে হত্যা করে স্বামী মো. ছাবের আলী। রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ৩০২ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আসামী মো. ছাবের আলীকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া দণ্ডবিধি ৩৪ ধারায় সহযোগীতার দায়ে শ্বশুর মো. মাহবুব আলী ও শ্বাশুরী রেনু আরা বেগমকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এই মামলার অপর আসামী মো. শাহজাহান নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস দেয় আদালত। রায়ে সন্তোষ জানিয়েছেন রাষ্ট্রপক্ষ ওু নিহতদের স্বজনরা।

রায়ে অসন্তোষ জানিয়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে দাবি করে রায়ের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতে আপিলে যাবেন বলেও জানান আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মহিউদ্দিন কবির ।

You may have missed