বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন - Southeast Asia Journal

বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

কুমিল্লায় বৌদ্ধ ভিক্ষু অমৃতানন্দ হত্যার বিচার দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছেন বৌদ্ধ ভিক্ষুরা। বুধবার (৪ঠা সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজ, পার্বত্য ভিক্ষু পরিষদ ও দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘের শতাধিক ভিক্ষু ও বৌদ্ধ ধর্মানুসারীরা অংশ নেন।

বান্দরবানের বুদ্ধ ধাতু জাদির প্রতিষ্ঠাতা উ পঞ্ঞা জোত মহাথেরোর নেতৃত্বে মানববন্ধনটিতে বক্তারা বলেন, গত ২৫ আগষ্ট কুমিল্লায় অমৃতানন্দ নামের এক প্রবীণ ভিক্ষুকে হত্যা করা হয়েছে। এতে সারা দেশের বৌদ্ধদের মাঝে ভীতি ছড়িয়ে পড়েছে। তাঁরা এ হত্যাকান্ডে সুষ্ঠু বিচার দাবি করেন।