খাগড়াছড়িতে পাহাড় বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Southeast Asia Journal

খাগড়াছড়িতে পাহাড় বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম “পাহাড় বার্তা”র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় জেলা শহরে একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

পাহাড় বার্তার বর্ণাঢ্য ২ বছরের পথ চলার স্মৃতিচারণ করে এসময় প্রধান অতিথি বলেন, পাহাড় বার্তা পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা রক্ষা করে পাহাড়ের সংবাদগুলো গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। এসময় তিনি পাহাড় বার্তার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভকামনা ও সর্বাঙ্গীন উন্নতি কামনা করেন।

পাহাড় বার্তার জেলা প্রতিনিধি নুরচ্ছাফা মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সমকাল’র জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের সাথে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জিতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ, সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম, সাধারণ সম্পাদক কানন আচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

You may have missed