একুশে পদকপ্রাপ্ত মংছেন চিং মারমা আর নেই
![]()
নিউজ ডেস্ক
একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও গবেষক মংছেন চিং আর নেই।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও গবেষক মংছেন চিং মারমা রাঙ্গামাটিতে তার বড় মেয়ের বাসায় মৃত্যু বরণ করেন। তিনি গত কয়েক বছর যাবত লাঞ্চ ক্যান্সার, কিডনিতে পাথর সহ বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন।
গত দুই মাস পূর্বে অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি হন তিনি। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে বাসায় নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। দুই দিন বাসায় থাকার পর আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন এবং তাঁর বয়স ৬৮ বছর। মৃত্যুকালে তিনি ২ মেয়ে এবং স্ত্রী রেখে গেছেন।

মংছেন চিং ২০১৬ সালে একুশে পদকপ্রাপ্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হতে পদক গ্রহন করেন। তার স্ত্রী শোভারানী ত্রিপুরা ২০১৮ সালে রোকেয়া পদক প্রাপ্ত হন ।
পরিবার সূত্র জানিয়েছে, তার মরদেহ আজ বিকেল পাঁচটার সময় মহালছড়ি তার নিজ বাসায় নিয়ে আসা হবে এবং আগামীকাল তার সৎকার সম্পন্ন করা হবে।