মহালছড়িতে জেএসএস (এমএন লারমা) সমর্থিত পিসিপি’র কাউন্সিল সম্পন্ন
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মহালছড়িতে জেএসএস (এমএন লারমা) সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের মহালছড়ি উপজেলা শাখার ১০ম কাউন্সিল ২০১৯ সম্পন্ন হয়েছে।
উপজেলার মনাটেক এলাকায় সুভাষ চাকমার সভাপতিত্বে আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএস (এমএন লারমা)র কেন্দ্রীয় কমিটি সহ ছাত্র বিষয়ক সম্পাদক থুইহলাঅং মারমা। এছাড়া জেএসএস (এমএন লারমা)র জেলা সহ-সাধারন সম্পাদক প্রিয় কুমার চাকমা, মহালছড়ি থানা শাখার সভাপতি নীল রনজন চাকমা, যুব সমিতি কেন্দ্রীয় সভাপতি জ্ঞান প্রিয় চাকমা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমেধ চাকমা, সহ সাধারন সম্পাদক প্রতিভাস চাকমা, ঢাকা মহানগর শাখার সাধারন সম্পাদক আম্বেদকর চাকমা প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে সর্বসম্মতিক্রমে সুভাষ চাকমাকে সভাপতি, পিন্টু চাকমাকে সাধারন সম্পাদক ও ক্লিন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষনা করা হয়। নবাগত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জগদিশ চাকমা।
