দীঘিনালায় বাঙ্গালী ছাত্রপরিষদের উদ্যোগে গরীব ও মেধাবী ছাত্রদের মাঝে বই বিতরণ - Southeast Asia Journal

দীঘিনালায় বাঙ্গালী ছাত্রপরিষদের উদ্যোগে গরীব ও মেধাবী ছাত্রদের মাঝে বই বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালায় গরীব ও মেধাবী ছাত্রদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একটি রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব পাঠ্যবই বিতরণ করা হয়।

বই বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির দীঘিনালা উপজেলা শাখার আহবায়ক মোঃ আল আমিন হাওলাদাররের সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ তাহেরুল ইসলাম সোহাগ, উপজেলা শাখার যুগ্ম আহব্বায়ক মোঃ বাচ্চু আহাম্মেদ, সদস্য সচিব মোঃ শামিম হোসেনসহ পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ দীঘিনালা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার প্রায় অর্ধ-শতাধিক গরীব ও মেধাবী ছাত্রদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেন অতিথিরা।