বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন
![]()
নিউজ ডেস্ক
“একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ” “বাঁচাও পৃথিবী, বাঁচাও বাংলাদেশ, বাঁচাও প্রজন্ম” স্লোগানে খাগড়াছড়িতে বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (২৭ সেপ্টেম্বর) শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে সনাক-টিআইবির আয়োজনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক খাগড়াছড়ির সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, সনাকের সহ-সভাপতি লালসা চাকমা, বিএমএসসির জেলা সভাপতি ক্যাপ্রু মারমা, খাগড়াছড়ির গ্রীণ ভয়েসের সভাপতি চারু বিকাশ ত্রিপুরা প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বাসযোগ্য পৃথিবী গড়তে জলবায়ুর বিরুপ প্রভাব হ্রাসে উদ্যোগ নিতে ও নতুন প্রজন্মের জন্য বসবাস উপযোগি সুন্দর পৃথিবী গড়তে উষ্ণতা হ্রাসের পাশাপাশি যেসব রাষ্ট্র বৈষ্ণিক উষ্ণতার জন্য দায়ী তাদের উপর অর্পিত ক্ষতিপূরণে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের জোরালো হস্তক্ষেপ কামনা করেন।