বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন - Southeast Asia Journal

বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

“একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ” “বাঁচাও পৃথিবী, বাঁচাও বাংলাদেশ, বাঁচাও প্রজন্ম” স্লোগানে খাগড়াছড়িতে বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (২৭ সেপ্টেম্বর) শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে সনাক-টিআইবির আয়োজনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক খাগড়াছড়ির সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, সনাকের সহ-সভাপতি লালসা চাকমা, বিএমএসসির জেলা সভাপতি ক্যাপ্রু মারমা, খাগড়াছড়ির গ্রীণ ভয়েসের সভাপতি চারু বিকাশ ত্রিপুরা প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বাসযোগ্য পৃথিবী গড়তে জলবায়ুর বিরুপ প্রভাব হ্রাসে উদ্যোগ নিতে ও নতুন প্রজন্মের জন্য বসবাস উপযোগি সুন্দর পৃথিবী গড়তে উষ্ণতা হ্রাসের পাশাপাশি যেসব রাষ্ট্র বৈষ্ণিক উষ্ণতার জন্য দায়ী তাদের উপর অর্পিত ক্ষতিপূরণে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের জোরালো হস্তক্ষেপ কামনা করেন।

You may have missed