ফেনীতে বেড়িবাঁধ মেরামতে বাধা দেওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ফেনীতে বেড়িবাঁধ মেরামতে বাধা দেওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ফেনীতে বেড়িবাঁধ মেরামতে বাধা দেওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ফেনী পরশুরামের নিজকালিকাপুর সীমান্তে মুহুরী নদী সংলগ্ন বল্লারমুখার বেড়িবাঁধ পুনর্নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। তবে বাধা উপেক্ষা করে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের লোকদের সঙ্গে বাঁধ পুনর্নির্মাণে অংশ নিয়ে কাজ চালু রেখেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ভারতের ঈশানচন্দ্র নগর ও বাংলাদেশের নিজকালিকাপুর ক্যাম্পের বিজিবি- বিএসএফ’র মধ্যে বিষয়টি সমাধানের জন্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনী জেলার পরশুরাম, ছাগলনাইয়া, ফেনী সদর ও ফুলগাজী উপজেলার বেশির ভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। স্মরণকালের ওই বন্যায় জেলার কয়েক লাখ মানুষ ঘরবাড়ি, ফসল ও সম্পদ হারিয়ে সর্বস্বান্ত হয়। বন্যায় মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর ১০২টি স্থানের বেড়িবাঁধ ভেঙে যায়। পানির তোঁড়ে মুহুরী নদীর তীরবর্তী পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তের বল্লারমুখা বেড়িবাঁধের তিনটি স্থানে প্রায় ৩শ’ মিটার বেড়িবাঁধ ভাঙন সৃষ্টি হয়। বন্যার পানি নেমে যাওয়ার পর থেকে এখানের বাঁধ পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী।

এদিকে বল্লামুখ বেড়িবাঁধে ১৯০ মিটারের একাংশে বিএসএফ বাধা না দিলেও অপর অংশের ৭০ মিটার বাঁধ পুননির্মাণে বাধা দিয়েছে। ৭০ মিটার বাঁধের অংশে ৩০ মিটার দু-দেশের সীমান্তের ১৫০ গজের মধ্যে বলে দাবি করেছে বিএসএফ।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, এখন দেড়শ গজের বাইরের অংশে বাঁধ পুনর্নির্মাণের কাজ চলছে। যে ৩০ মিটার জায়গায় আপত্তি আছে, সেই বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।