লংগদুতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

লংগদুতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

লংগদুতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্যোগ মোকাবিলা, অসহায় মানুষকে সহায়তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র পরিবারের নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদানসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনী পাহাড়ের জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে।

এরই ধারাবাহিকতায় আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে সম্প্রীতি উন্নয়ন প্রকল্পের আওতায় সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্ত লংগদু জোন কর্তৃক দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মধ্যে নানা সহায়তা প্রদান করা হয়।

মানবিক সহায়তার মধ্যে ছিল, তিন ব্রিজ বটতলা বাজারের ইবাদতখানা ও মসজিদের ছাউনির জন্য ঢেউটিন, দুই অসচ্ছল নারীকে সেলাই মেশিন, সেনামৈত্রী বিদ্যানিকেতনের ব্যাটারি চালিত অটোরিকশা মেরামতের জন্য নগদ অর্থ, নও মুসলিমদের আর্থিক সহায়তা, ভুবণ মঙ্গল শ্রী-শ্রী মহানাম যজ্ঞ উপলক্ষে অনুদান এবং স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সহায়তা বিতরণ করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল হিমেল মিয়া।

এসময় লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী জানিয়েছে, ভবিষ্যতেও তারা পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে। সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রমে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed