মোমিনকে সভাপতি ও বিজয়কে সম্পাদক করে পানছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির কমিটি গঠন - Southeast Asia Journal

মোমিনকে সভাপতি ও বিজয়কে সম্পাদক করে পানছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোঃ আব্দুল মোমিনকে সভাপতি, নুর মোহাম্মদকে সহ সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবকে সাধারণ সম্পাদক, সাধন কুমার চাকমা, কাজী মোঃ খোরশেদ আলম, উৎপল চৌধুরী উজ্জল, মোঃ সুজন আহাম্মদকে সদস্য করে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির কার্যকারি কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে ৪ঠা সেপ্টেম্বর সকাল ১০টায় সংগঠনটির কার্যালয়ে জেলা কমিটির সভাপতি তপন কান্তি দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত উল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আবু তাহের ছিদ্দিকী, মোঃ বাহার মিয়া, নুর মোহাম্মদ, মোঃ খোরশেদ আলম, আঃ লতিফ প্রমুখ।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ৭সদস্য বিশিষ্ট এ কার্যকারি কমিটি গঠন করা হয়।