জাতীয় পর্যায়ে কাবাডি চ্যাম্পিয়নদের জুরাছড়িবাসীর গণ সংবর্ধনা
![]()
নিউজ ডেস্ক
৪৮ তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা কাবাডি প্রতিযোগীতায় জাতীয় চ্যাম্পিয়ন রাঙামাটির জুরাছড়ি ভুবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের বালিকা দলকে সংবর্ধনা দিয়েছে জুরাছড়ি উপজেলার মানুষ। বিজয়ী দলটি শনিবার (৫ অক্টোবর) সকালে জুরাছড়িতে ফিরলে হাজার হাজার মানুষ তাদের ফুলে দিয়ে শুভেচ্ছা জানান। বিজয়ী দলকে জুরাছড়ি লঞ্চ ঘাট থেকে উপজেলা পরিষদ পর্যন্ত ফুল ছিটিয়ে বরণ করা হয়।
পরে উপজেলা মাঠে গণ সংবর্ধনা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন, জুরাছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, আল্পনা চাকমা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী দলের সদস্য কোচ, শিক্ষকদের সম্মাননা ক্রেস তুলে দেওয়ার পাশাপাশি সেনাবাহিনী, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ব্যবসায় সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ উপহার দেওয়া হয়।
ইউনিয়ন, উপজেলা, জেলা উপ অঞ্চল, অঞ্চল ভিত্তিক সব দলকে পরাজিত করে গত ২ অক্টোবর সিলেটের আবুল মাল আব্দুল মুহিত স্টেডিয়ামে ঢাকার অঞ্চলের বিজয়ী দলকে পরাজিত করে জাতীয় চ্যাম্পিয়ন হয় দলটি ।