ভুয়া পরিচয় প্রদান করে অর্থ আত্মসাৎ প্রসঙ্গে সেনাবাহিনীর সতর্কবার্তা
![]()
নিউজ ডেস্ক
আসন্ন রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানদের আবেগকে কাজে লাগিয়ে একশ্রেণীর প্রতারক চক্র দানের অর্থ সংগ্রহের নামে প্রতারণা করছে। সম্প্রতি, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মোঃ শাহ জামাল নামক এক প্রতারক (এনআইডি নম্বর: 196939115587993193), নিজেকে সেনাবাহিনীর ‘ক্যাপ্টেন নাফিস’ এবং স্থানীয় ‘আর্মি ক্যাম্প কমান্ডার’ পরিচয় ব্যবহার করে জনসাধারণের সাথে প্রতারণা করছে।
উক্ত প্রতারক ০১৪০১৩০০১৪৪ মোবাইল নম্বর থেকে বিভিন্ন বিত্তবান ব্যক্তিকে ফোন করে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার জন্য অনুদান চাচ্ছে এবং দানের অর্থ ইসলামী ব্যাংক (অ্যাকাউন্ট নম্বর: 20501620100297418, যা “এসবি এন্টারপ্রাইজ” নামক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট) এ পাঠাতে অনুরোধ করছে। রমজান মাসে অনেক ধর্মপ্রাণ ব্যক্তি দান করতে আগ্রহী হওয়ায়, তাঁরা প্রতারকের ফাঁদে পা দিচ্ছেন।
এছাড়াও, এই অসাধু চক্রটি কিছু বাস কোম্পানিকে সেনানিবাস থেকে যাতায়াতের জন্য ভুয়া ওয়ার্ক অর্ডার প্রদান করে এবং অগ্রিম ভ্যাট বাবদ মোবাইল ফিন্যান্সিং সার্ভিসের মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
দেশের বিভিন্ন স্থানে এ ধরনের কিছু অসাধু চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে এ ধরনের প্রতারণামূলক কার্যকলাপের মাধ্যমে সাধারণ জনগণকে বিভ্রান্ত করছে এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।
এ সকল প্রতারক চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এমতাবস্থায়, সকলকে সচেতন থাকতে এবং এ ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প অথবা থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
-প্রেস বিজ্ঞপ্তি।