সাজেকে শতাধিক পরিবারের মাঝে ৫৪ বিজিবির ঈদ সামগ্রী বিতরণ
 
                 
নিউজ ডেস্ক
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক অসহায় মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন। ২৩ মার্চ (রবিবার) বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের ব্যবস্থাপনায় এবং বাঘাইহাট ব্যাটালিয়নের আয়োজনে এই সহায়তা প্রদান করা হয়।
সাজেক ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মহিউদ্দিন ফারুকী এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা গণ।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল চিনি, সেমাই, গুঁড়ো দুধ, নুডলস এবং নতুন পোশাক। এসব ঈদ সামগ্রী বিতরণ করার মাধ্যমে সীমান্ত এলাকায় বিজিবি তার নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি জনকল্যাণমুখী কার্যক্রমের অংশ হিসেবে এই সহায়তা পৌঁছে দিয়েছে।

ব্যাটালিয়ন অধিনায়ক জানান, ঈদ উপলক্ষে বিজিবির এই উদ্যোগ সীমান্তবর্তী এলাকার মানুষের প্রতি সহানুভূতি এবং তাদের জীবনযাত্রার উন্নয়ন নিশ্চিত করতে একটি ছোট্ট পদক্ষেপ। এই সহায়তার মাধ্যমে তারা শুধু নিরাপত্তার দায়িত্ব পালন করছে না, বরং সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদারও হচ্ছে।
এ ধরনের মানবিক কার্যক্রমে বিজিবি তাদের দায়িত্বের প্রতি প্রতিশ্রুতি অটুট রেখে এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে কাজ করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
