হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালি মানুষের মাঝে বাবুছড়া ব্যাটালিয়নের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজিবির এই কার্যক্রম শুধুমাত্র তাদের দায়িত্বের অংশ নয়, বরং মানুষের প্রতি সহানুভূতি ও দায়বদ্ধতার অসামান্য উদাহরণ হয়ে উঠেছে।
সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) প্রতিদিনই সীমান্ত রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে কাজ করছে। তবে, এসব কার্যক্রমের বাইরেও তারা স্থানীয় জনগণের কল্যাণে নানা ধরনের সহায়তা প্রদান করছে। সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণে একাধিক কার্যক্রমের মাধ্যমে তারা এলাকার জনগণের পাশে দাঁড়িয়েছে।
এই ধারাবাহিকতায় আজ ২৪ মার্চ (সোমবার) পবিত্র মাহে রমজান এবং ঈদ-উল ফিতর উপলক্ষে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) প্রায় দুই শতাধিক হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালি মানুষের মাঝে ইফতার এবং ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

এছাড়া, বিজিবি জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি সভার আয়োজন করে, যেখানে এলাকার জনগণকে চোরাচালান, মাদক সেবনের কুফল এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি একে অপরকে সহায়তার আহ্বান জানানো হয়।
এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস.এম রেজাউর রহমান এবং সহকারী পরিচালক মো. হুমায়ুন করিম।
উল্লেখ্য, বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) তাদের মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা শুধুমাত্র দেশের সীমান্ত রক্ষা করছে না, বরং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাদের এই উদ্যোগ সমাজে মানবিকতা, সহানুভূতি এবং একটি উন্নত সমাজ প্রতিষ্ঠার জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।