অস্তিত্বহীন প্রকল্পে অর্থ বরাদ্দ: দুদকের অভিযানে মুখে কুলুপ মন্ত্রণালয় ও জেলা পরিষদের

অস্তিত্বহীন প্রকল্পে অর্থ বরাদ্দ: দুদকের অভিযানে মুখে কুলুপ মন্ত্রণালয় ও জেলা পরিষদের

অস্তিত্বহীন প্রকল্পে অর্থ বরাদ্দ: দুদকের অভিযানে মুখে কুলুপ মন্ত্রণালয় ও জেলা পরিষদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অস্তিত্বহীন প্রকল্পের নামে কোটি টাকার সরকারি অর্থ বরাদ্দ—এ যেন রাষ্ট্রীয় সম্পদ লোপাটের আরেকটি নগ্ন উদাহরণ। এমনই চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে আজ বুহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে অভিযান চালায়।

সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে এমন একটি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়, যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। অথচ সেই বরাদ্দ অনুমোদনের সময় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা পরিষদ কর্তৃপক্ষ কীভাবে এমন প্রকল্পকে পাশ করল, সে প্রশ্ন থেকেই যায়।

অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে এবং মাঠ পর্যায়ে পরিদর্শন করে অনিয়মের প্রাথমিক সত্যতা নিশ্চিত করে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর ‘মৌখিক নির্দেশে’ অর্থ বরাদ্দ স্থগিত রাখা হয়েছে।

দুদকের এক কর্মকর্তা মন্তব্য করেন, “সংবাদ প্রকাশিত না হলে হয়তো বরাদ্দকৃত অর্থ ইতোমধ্যেই আত্মসাৎ হয়ে যেত। এটি প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি প্রশাসনের অংশগ্রহণে দুর্নীতির সুস্পষ্ট আলামত।”

সরকারি অর্থ ব্যয়ে এমন হালকাভাবে সিদ্ধান্ত গ্রহণ ও মন্ত্রণালয়ের নীরবতা প্রশাসনিক জবাবদিহিতার চরম সংকটের প্রতিচ্ছবি। যেখানে প্রকল্পের অস্তিত্ব নেই, সেখানে অর্থ বরাদ্দ কীভাবে অনুমোদিত হলো, তা তদন্তসাপেক্ষ।

এনফোর্সমেন্ট টিম জানিয়েছে, অভিযানের সময় বরাদ্দকৃত অর্থ এখনও প্রদান করা হয়নি, তবে অনিয়মের যথেষ্ট প্রমাণ মিলেছে। পুরো বিষয়টি বিস্তারিত পর্যালোচনার পর কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

মনে করা হচ্ছে, এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো, সরকারের বিভিন্ন দপ্তরে যথাযথ তদারকির অভাব ও ‘মৌখিক নির্দেশ’-নির্ভর শাসনব্যবস্থা দুর্নীতিকে উৎসাহিত করছে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তবে এমন ‘অদৃশ্য’ প্রকল্পের ছায়ায় লুটপাট চলতেই থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।