আলীকদমে সেনাবাহিনীর আর্থিক সহায়তাঃ দুর্গম পাহাড়ি এলাকার স্কুলে শৌচাগার নির্মাণে অনুদান
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় আলীকদম সেনা জোন এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছে। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের আওতাধীন আলীকদম সেনা জোন লুলাইং এলাকার দুর্গম কচুছড়া পাড়ার ‘কচুছড়া মিশন স্কুল’-এ ক্ষুদে শিক্ষার্থীদের জন্য শৌচাগার পূর্ণনির্মাণ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য তাৎক্ষণিকভাবে নগদ টাকা অনুদান প্রদান করেছে।
জানা যায়, সম্প্রতি জোন অধিনায়ক স্কুলটি পরিদর্শনের সময় শৌচাগারটির অবস্থা দেখে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নেন এবং দ্রুত সমস্যা সমাধানে এই সহায়তা ঘোষণা করেন।

জোন অধিনায়ক জানান, ‘আলীকদম সেনা জোনের অধীনস্থ ক্যাম্পগুলোতে অসহায় মানুষের মাঝে নিয়মিতভাবে আর্থিক সহায়তা, উন্নয়নমূলক কাজ এবং চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং সেনাবাহিনী সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবে।
তিনি আরোও উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল স্তরের জনসাধারনের আপদকালীন সময়ে সবসময় সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার সাধারণ জনগণের মাঝে পাশে থেকে যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।