ত্রাণের আড়ালে চাঁদাবাজির রাজনীতি: বান্দরবানে মানবিকতার নামে ধোঁকাবাজি!

ত্রাণের আড়ালে চাঁদাবাজির রাজনীতি: বান্দরবানে মানবিকতার নামে ধোঁকাবাজি!

ত্রাণের আড়ালে চাঁদাবাজির রাজনীতি: বান্দরবানে মানবিকতার নামে ধোঁকাবাজি!
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

মোঃ সাইফুল ইসলাম

আজ দেখলাম পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং মারমা বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ অনাথালয় ও আবাসিক প্রতিষ্ঠানকে খাদ্যশস্য বিতরণ করেছেন। সংবাদ মাধ্যমে এই “উদ্যোগ”কে মানবিক সহানুভূতির নিদর্শন হিসেবে উপস্থাপন করা হলেও, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এবং বিভ্রান্তিকর।

কেএস মং মারমা কেবল একজন জনপ্রতিনিধি নন—তিনি দীর্ঘদিন ধরে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস (জন সংহতি সমিতি) নামক সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় নেতা হিসেবে পরিচিত। এই জেএসএস দল বছরের পর বছর ধরে পাহাড়ে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছে। ছোট-বড় প্রতিষ্ঠান, ব্যবসায়ী, এমনকি সাধারণ পাহাড়ি ও বাঙালি জনগণের কাছ থেকেও তারা জোরপূর্বক চাঁদা আদায় করেছে। তাদের বিরুদ্ধে খুন, অপহরণ, এবং চরমপন্থী কার্যকলাপের একাধিক অভিযোগ রয়েছে, যা বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সংবাদমাধ্যমে বহুবার প্রকাশিত হয়েছে।

এই সংগঠন ও তার নেতারা বছরের পর বছর যেভাবে পাহাড়কে জিম্মি করে রেখেছে, তাতে আজকের এই তথাকথিত “ত্রাণ বিতরণ” আসলে এক রাজনৈতিক নাটকের অংশ। এটি জনমতের সহানুভূতি অর্জনের উদ্দেশ্যে সাজানো এক কৌশল, যার পরবর্তী ধাপ হয়তো জাতীয় নির্বাচনকে ঘিরে বান্দরবানের আসনে সংসদ সদস্য হওয়ার আকাঙ্ক্ষা।

তারা যে খাদ্যশস্য দিচ্ছে, সেই অনুদানের উৎস আঞ্চলিক পরিষদ বলা হলেও কে নিশ্চিত করছে যে এগুলো প্রকৃত দরিদ্র জনগণের হাতে পৌঁছাবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন—যারা সারা বছর সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে, তারা কি হঠাৎ এত মানবিক হয়ে উঠতে পারে?

এটা ভুলে গেলে চলবে না—মানবিকতা যখন রাজনীতির মুখোশ হয়ে ওঠে, তখন সেটাকে প্রশংসা নয়, প্রতিরোধ করা প্রয়োজন। জনগণকে স্মরণ রাখতে হবে, এইসব “উপহারের” পেছনে লুকিয়ে থাকা রক্তাক্ত ইতিহাস ও চাঁদাবাজির কালো অধ্যায়।

একজন সাবেক গেরিলা নেতার হাত থেকে খাবার নেওয়ার আগে আমাদের জিজ্ঞেস করতে হবে—এই চালের বিনিময়ে কি আমাদের নীরবতা চাওয়া হচ্ছে?

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed