সিন্দুকছড়ি জোনের স্বাস্থ্যসেবা ক্যাম্প: ৪২০ জন পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ
 
                 
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প। পাহাড়ি ও বাঙালি মিলে ৪২০ জন রোগী এই ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেছেন।
বুধবার (৭ মে) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত গুইমারার শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে এবং সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় ক্যাম্পটি পরিচালনা করেন জোন সদর থেকে আগত মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির।

চিকিৎসা নিতে আসা ৪২০ জন রোগীর মধ্যে ২৯০ জন পাহাড়ি এবং ১৩০ জন বাঙালি। তাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন সর্দি-কাশি, জ্বর, গ্যাস্ট্রিক, চর্মরোগ, চক্ষু সমস্যা ইত্যাদির প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। সঙ্গে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধও।
চিকিৎসা সেবা গ্রহণকারীরা সেনাবাহিনীর এ উদ্যোগকে ‘মানবিকতার অনন্য উদাহরণ’ বলে অভিহিত করেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই রকম সেবা আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনেক উপকারে আসে। সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ।”
সেনাবাহিনীর এই ধরনের কার্যক্রম পার্বত্য অঞ্চলে জনগণের আস্থা ও শান্তিপূর্ণ সহাবস্থানের বন্ধনকে আরও দৃঢ় করছে বলে মনে করছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
