গুইমারায় সেনাবাহিনীর আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলো পাঁচ শতাধিক রোগী

নিউজ ডেস্ক
পার্বত্য জনপদের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার (৭ মে) খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের উদ্যোগে আয়োজিত এ চক্ষু শিবিরে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে শহীদ লে. মুশফিক উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ আই ক্যাম্পেইনের উদ্বোধন করেন গুইমারা সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা।
চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করেন গুইমারা সিএমএইচ-এর কমান্ডিং অফিসার মেজর মো. একরামুল আমিন এবং চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলাম রিয়াদ ও ডা. সুমিন তালুকদার সহ চারজন সহকারী স্টাফ। পাশাপাশি গুইমারা ও সিন্ধুকছড়ি জোনের সামরিক মেডিকেল অফিসাররাও সেবাদানে অংশ নেন।
শিবিরে উপস্থিত পাঁচ শতাধিক রোগীকে প্রাথমিক ও বিশেষায়িত চক্ষু চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে গুরুতর চক্ষু সমস্যায় আক্রান্ত অন্তত ১০০ জন রোগীকে পরবর্তী ধাপে ক্যাটারাক্ট সার্জারির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
চক্ষু শিবির পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা বলেন, “পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও গতিশীল করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, গুইমারা রিজিয়ন পূর্বেও স্বাস্থ্যসেবা, শিক্ষা, খাদ্য সহায়তা ও অবকাঠামো উন্নয়নের মতো নানা জনমুখী কার্যক্রমের মাধ্যমে পাহাড়ি জনপদের মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।