খাগড়াছড়ির পানছড়িতে ফের জেএসএস ও ইউপিডিএফ সংঘর্ষ, উত্তপ্ত সীমান্তাঞ্চল
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের সীমানাপাড়া ও উত্তর দুদকছড়া এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে পার্বত্য চট্টগ্রামের দুই সশস্ত্র সংগঠন সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ। শনিবার দুপুর ১২টার দিকে শুরু হওয়া এই গোলাগুলির ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপিডিএফ গ্রুপের কোম্পানি কমান্ডার সুমেন চাকমা ও গ্রুপ কমান্ডার নিকোলাস চাকমার নেতৃত্বে ৮০-৮৫ জনের একটি সশস্ত্র দল এবং জেএসএস দলের চিনু মারমা ও জয়দেব চাকমার নেতৃত্বে ৬৫-৭০ জনের একটি দল এই সংঘর্ষে অংশ নেয়।
এর আগে গত ২৭ মে একই এলাকার হারুবিল ও আদম সীমানা এলাকায় দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। তবে আজকের সংঘর্ষ দীর্ঘস্থায়ী এবং প্রচণ্ড গোলাগুলির কারণে সীমান্তবর্তী এলাকাগুলোতে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পানছড়ি উপজেলার সীমানাপাড়া, ভারতবর্ষপাড়া ও দুদকছড়া অঞ্চল আগে ইউপিডিএফ (প্রসীত) দলের নিয়ন্ত্রণাধীন ছিল। সম্প্রতি ওই এলাকা জেএসএস (সন্তু) দলের দখলে চলে যাওয়ায় ইউপিডিএফ আবারও পূর্বের দখল পুনরুদ্ধারের লক্ষ্যে হামলা চালায়।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, “গোলাগুলির খবর পেয়েছি। ঘটনাস্থলে যৌথবাহিনীর একটি দল পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।”
এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। তবে অতীতের মতো বড় ধরণের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীগুলোর আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও অভ্যন্তরীণ বিরোধের জেরে এমন সংঘর্ষ প্রায়ই ঘটছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় পরিচালিত এই সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর রাষ্ট্রীয় ব্যবস্থা না নিলে পাহাড়ে স্থায়ী শান্তি কখনোই প্রতিষ্ঠিত হবে না।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
