পশুর হাটে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায়: সেনাবাহিনীর হাতে আটক ৭
![]()
নিউজ ডেস্ক
ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় এবং কোরবানির পশুর হাটে চাঁদাবাজি প্রতিরোধে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রবিবার (১ জুন) সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
সেনাবাহিনী জানায়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনী পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় ৩০ মে রাত সাড়ে ১০টায় উত্তরা ১০ নম্বর সেক্টর সংলগ্ন কামারপাড়া এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় অবৈধভাবে হাট স্থাপন, জোর করে গরু ব্যবসায়ীদের নির্দিষ্ট হাটে বিক্রিতে বাধ্য করা এবং চাঁদাবাজির অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়।
এছাড়া ৩১ মে বিকাল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।