ঈদকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে নিরাপত্তায় তৎপর সেনাবাহিনী

ঈদকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে নিরাপত্তায় তৎপর সেনাবাহিনী

ঈদকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে নিরাপত্তায় তৎপর সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। এ সময় তারা মোটরসাইকেল, প্রাইভেটকার ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করেন।

রোববার (১ জুন) সকালে সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আবু বক্করের নেতৃত্বে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার গোল চত্বর থেকে অভিযান শুরু করে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশের সদস্যরাও উপস্থিত ছিল।

সরেজমিন গিয়ে দেখা যায়, শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে শুরু করে সত্যপীর ব্রিজ, পল্লীবিদ্যুৎ, আটগ্যালারি, রোডসহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। সেনাবাহিনী কয়েকটি টিমে ভাগ হয়ে মোটরসাইকেল, প্রাইভেটকার, যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনগুলোকে আলাদা আলাদাভাবে চেক করছে।

যানবাহনে কোনো প্রকার অবৈধ মালামাল সরবরাহ করা হচ্ছে কি না সে বিষয়েও তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। এছাড়াও গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকা যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে।

অভিযান ঘিরে সাধারণ মানুষ জানান, এ ধরনের অভিযান মাঝে মাঝেই প্রয়োজন। তাহলে অপরাধ কমে আসবে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যত বাড়বে, মানুষের মাঝে স্বস্তি ফিরবে।

এ বিষয়ে ওয়ারেন্ট অফিসার আবু বক্কর জানান, ১ জুন থেকে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু হয়েছে। চলবে আগামী ১৪ তারিখ পর্যন্ত। মূল উদ্দেশ্য হচ্ছে কোনো ধরনের অবৈধ মালামাল যেন আদান প্রদান না করতে পারে। একই সাথে যানবাহন ও চালকের কাগজপত্র আছে কি না তা যাচাই করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed