পুশইন না করে সীমান্ত আইন মানতে বলা হয়েছে বিএসএফকে: বিজিবি
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) যেন আইন বহির্ভূতভাবে বাংলাদেশি নাগরিকদের পুশইন না করে, সে বিষয়ে কড়া বার্তা দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কবীর। তিনি বলেন, বিএসএফকে স্পষ্টভাবে বলা হয়েছে যে, ভবিষ্যতে যেন তারা বৈধ পথে এবং উভয় দেশের সমন্বিত সীমান্ত আইন মেনে চলার নীতি গ্রহণ করে।
তিনি আরও বলেন, ‘বৈধ প্রক্রিয়া ছাড়া কোনো নাগরিককে সীমান্ত পার করা অনুচিত। এমন ঘটনা উভয় দেশের পারস্পরিক সম্পর্ক ও সীমান্ত আইন লঙ্ঘনের শামিল। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় বার্তা দিয়েছি।’
নতুন বিওপি উদ্বোধনের মাধ্যমে সীমান্ত এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে জানান তিনি। সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমন, এবং মানবপাচার প্রতিরোধে নতুন বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিজিবির খুলনা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও যশোর রিজিয়নের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. মিজানুর রহমান সিকদার, ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীবসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, সৈনিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকার দরিদ্র বাসিন্দাদের মাঝে ওষুধসহ চিকিৎসা সেবা এবং খাদ্য সহায়তা প্রদান করা হয়। স্থানীয় বাসিন্দারা বিজিবির এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
