ঢাকায় গাঁজাসহ আটক জেএসএস নেতা কে এস মং’র পুত্র অং অং মং

ঢাকায় গাঁজাসহ আটক জেএসএস নেতা কে এস মং’র পুত্র অং অং মং

ঢাকায় গাঁজাসহ আটক জেএসএস নেতা কে এস মং’র পুত্র অং অং মং
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে গাঁজাসহ জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় নেতার ছেলে অং অং মংসহ ছয়জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বুধবার (৪ জুন ২০২৫) বিকেলে উদ্যানের ভেতর দলবল নিয়ে গাঁজা সেবন করার সময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে। আটককৃতদের মধ্যে কয়েকজন নারীও ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অং অং মং, মূলত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং এর ছেলে। তাঁর স্থায়ী ঠিকানা বান্দরবান শহরের উজানীপাড়া। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, অং অং মং হলেন চলতি বছরের ১১ মার্চ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি। ওইদিন ‘নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণবিরোধী’ নামে একটি পদযাত্রার নামে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হলে পুলিশ জনস্বার্থে বাধা দেয়। এ সময় অং অং মং-এর নেতৃত্বে বিক্ষোভকারীরা পুলিশের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, অং অং মং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বেপরোয়া জীবনযাপন করে আসছে। পিতার রাজনৈতিক প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে সে একদিকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত, অন্যদিকে রাজধানীতে বাম ঘরানার ছাত্র রাজনীতির আড়ালে পাহাড়ে জেএসএস-এর মতাদর্শ প্রচার করে আসছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, অং অং মং কেবল একজন মাদকসেবীই নয়, বরং তার অবস্থানকে ব্যবহার করে পার্বত্য অঞ্চলে বাঙালিদের স্বার্থবিরোধী নানা প্রচারণা ও তৎপরতার সঙ্গেও যুক্ত রয়েছে।

আটকের সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “রাজনৈতিক পরিচয় বা পারিবারিক প্রভাব যারই থাকুক না কেন, আইন লঙ্ঘনের দায় থেকে কেউ রেহাই পাবে না। মাদক ও পুলিশের ওপর হামলার মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।