প্রতিকূল আবহাওয়ায় পর্যটকদের নিরাপত্তায় বান্দরবানের আলীকদম জোনে সমন্বয় সভা

নিউজ ডেস্ক
বান্দরবানের আলীকদম ও লামা উপজেলায় প্রতিকূল আবহাওয়ার মধ্যে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন ২০২৫) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আলীকদম জোন ক্যান্টিন সংলগ্ন হলরুমে এ সভার আয়োজন করে আলীকদম সেনা জোন। সভায় সভাপতিত্ব করেন জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোঃ হাফিজুর রহমান।
সভায় স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, হোটেল ও রিসোর্ট মালিক সমিতি, ট্যুরিস্ট গাইড সমিতি এবং যানবাহন মালিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় মেজর হাফিজুর রহমান বলেন, “আলীকদম ও লামার পর্যটন শিল্প শুধুমাত্র দেশের উন্নয়নেই অবদান রাখছে না, এটি স্থানীয় জনসাধারণের জীবন-জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এর নিরাপত্তা রক্ষা আমাদের সম্মিলিত দায়িত্ব।”
তিনি বলেন, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের কারণে নদী-ঝিড়ি গুলোতে পানির স্রোত বেড়ে যাওয়ায় দুর্গম পর্যটন এলাকা এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় ট্যুরিস্ট গাইডদের সচেতন থেকে পর্যটকদের চলাচলে নির্দেশনা দেওয়া জরুরি।
সভায় তিনি আরও বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আলীকদম সেনা জোন অতীতেও দায়িত্ব পালন করেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
সভায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী তৎপরতা, অবৈধ মাদক ব্যবসা এবং নারীর অপব্যবহারের মতো অপরাধ কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
তিনি বলেন, “পর্যটন শিল্প যেন সন্ত্রাস ও অপরাধের ছোঁয়া থেকে মুক্ত থাকে, সেজন্য স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকল সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।