দীঘিনালায় গরিব-অসহায়দের মাঝে সেনাবাহিনীর উপহারসামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
ঈদের খুশি ও আনন্দ গরিব-দুঃখিদের সাথে ভাগাভাগি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি জেলার দীঘিনালা জোনের পক্ষ থেকে প্রায় দেড়শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে স্থানীয় কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরণ করেন দীঘিনালা জোনের ৪ই বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক।
এ সময় দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান ও ক্যাপ্টেন আবু রায়হানসহ অন্যান্য সেনা কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উপহারসামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, আটা, কিশমিশ, বাদাম, সয়াবিন তেল এবং সুগন্ধি চাল ইত্যাদি।
জোন কর্তৃপক্ষ জানান, এই উপহার সামগ্রী ঈদের আনন্দে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।