ঈদুল আযহা উপলক্ষে লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ

ঈদুল আযহা উপলক্ষে লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ

ঈদুল আযহা উপলক্ষে লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার প্রায় অর্ধ শতাধিক অসহায়, গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ জুন) লক্ষ্মীছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় এই সহায়তা প্রদান করা হয়।

সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিনি এবং একটি করে মুরগি দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তাজুল ইসলাম।

খাদ্য সহায়তা বিতরণকালে জোন অধিনায়ক ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন, “এই উদ্যোগ ঈদের আনন্দকে আরও বিস্তৃত করবে এবং পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।” তিনি আরও জানান, “লক্ষ্মীছড়ি জোন সবসময় এ এলাকার মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে।”

জোনের এই সহানুভূতিপূর্ণ পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা মনে করেন, এই ধরনের উদ্যোগ শুধু উপকারই করে না, বরং সেনা-জনসাধারণ সম্পর্ককে আরও গভীর করে তোলে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।