খাগড়াছড়িতে ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপি সদস্যরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে ৩ হাজার ৬৬৫ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ জুন) সকাল ১১টায় জেলা শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আনসার ও ভিডিপি’র খাগড়াছড়ি জেলার জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান।
অনুষ্ঠানে ভাতাভোগী হিল ভিডিপি, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার, আনসার প্লাটুন কমান্ডার ও অন্য পদবী ভাতাভোগী সদস্যদের ১ কেজি পোলাও চাল, সেমাই ৪ প্যাকেট,গুড়া দুধ ২০০ গ্রাম, ৫০০ গ্রাম সুজি, নুডলস ১ প্যাকেট, চিনি ১কেজি ও ১ লিটার সয়াবিন তেল ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আনসার ব্যাটালিয়নের (৫বিএন) বিভিএম পরিচালক মো. আমমার হোসেন, সদর উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা রোকেয়া পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।