সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ২৩ বিজিবির, গরু ও চামড়া পাচার রোধে কড়া নজরদারি - Southeast Asia Journal

সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ২৩ বিজিবির, গরু ও চামড়া পাচার রোধে কড়া নজরদারি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত নিরাপত্তা, গবাদিপশু ও কাঁচা চামড়া পাচার প্রতিরোধ এবং পুশইন রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া ব্যাটালিয়নে (২৩ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালিদ ইবনে হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশের কুরবানির পশুর চাহিদা মেটাতে পর্যাপ্ত দেশীয় গবাদিপশু মজুদ রয়েছে। তাই পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পশু প্রবেশ রোধে সীমান্তে কড়া নজরদারি ও অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। গোপন তথ্য সংগ্রহ, বিশেষ গোয়েন্দা নজরদারি এবং রাতে নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সীমান্ত পর্যবেক্ষণ চলছে।

এছাড়া কাঁচা চামড়া পাচার প্রতিরোধে ঈদের দিনসহ পরবর্তী কয়েকদিন বিজিবি থাকবে সর্বোচ্চ সতর্কতায়। সীমান্তজুড়ে মোতায়েন থাকবে বিশেষ টহল দল ও চেকপোস্ট।

সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে পুশইন ঠেকাতেও বিজিবি বাড়িয়েছে টহল ও গোয়েন্দা তৎপরতা। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে অনুপ্রবেশ প্রবণ এলাকায় অতিরিক্ত নজরদারি বসানো হয়েছে। অনুপ্রবেশের প্রতিটি ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে নিয়মিত পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হচ্ছে।

বিজিবি’র এই সুরক্ষা প্রস্তুতি দেশের আইন-শৃঙ্খলা ও কুরবানির পশুর বাজার স্থিতিশীল রাখতে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমান্ডিং অফিসার।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *