ভারতে আটক ২৬ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
![]()
নিউজ ডেস্ক
অবৈধভাবে ভারতে প্রবেশ ও বসবাসের অভিযোগে আটক ২৬ বাংলাদেশি নাগরিককে সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার (১১ জুন) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনিপুর সীমান্তে ৬৪ নম্বর মেইন পিলারের নিকট এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ, ছয়জন নারী এবং তেরজন শিশু রয়েছে। তারা কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানান, ভারতের হরিয়ানা রাজ্যে অবৈধভাবে বসবাসরত অবস্থায় এ ২৬ বাংলাদেশিকে সেখানকার পুলিশ আটক করে। পরে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফ এরপর এই বিষয়ে বিজিবিকে অবহিত করে এবং ২৬ জনের একটি নামের তালিকাও সরবরাহ করে। যাচাই-বাছাই শেষে তালিকায় থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে বিজিবি হস্তান্তর প্রক্রিয়ায় সম্মতি জানায়।
তিনি আরও জানান, দুপুরে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর কার্যক্রম পরিচালিত হয়। বৈঠক শেষে আটককৃতদের বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
পরে বিজিবির পক্ষ থেকে জীবননগর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয় এবং সন্ধ্যায় ২৬ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর বা অন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।