মিয়ানমার সীমান্তে অপহৃত বাংলাদেশি যুবককে ফিরিয়ে আনল বিজিবি
 
                 
নিউজ ডেস্ক
বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামহুরী সীমান্ত থেকে অপহৃত বাংলাদেশি নাগরিক দুলালকে (৪০) সুস্থ অবস্থায় উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ জুন) রাতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এ তথ্য জানান।
বিজিবি জানায়, গত ৩ জুন আলীকদম উপজেলার নয়াপাড়াস্থ বাগানপাড়া গ্রামের বাসিন্দা দুলালকে গরু ক্রয়-বিক্রয়ের প্রলোভনে পড়ে মিয়ানমারের ৫-৬ জন নাগরিক অপহরণ করে নিয়ে যায়। সীমান্ত পিলার ৫৪-৫৫ এর মধ্যবর্তী এলাকা দিয়ে তাকে সীমান্ত পেরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।
গোয়েন্দা তথ্য ও স্থানীয় সোর্সের সহায়তায় বিজিবি জানতে পারে, দুলাল মিয়ানমারের ম্যানশনপাড়া নামক এলাকায় আটক রয়েছে। এরপর বিজিবির বিশেষ টহলদল বুধবার দুপুরে সীমান্ত পিলার-৫৬ এর ৮০০ গজ উত্তর দিকের সীমান্ত সড়কের ৭৮.৫ কিলোমিটার নামক এলাকা থেকে দুলালকে উদ্ধার করতে সক্ষম হয়।
পরে দুপুর ২টা ১৫ মিনিটে বিজিবির পোয়ামুহুরী বিওপির কমান্ডার, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দিনের মাধ্যমে দুলালকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
