রুমায় প্রথমবারের মতো ম্রো স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের কাউন্সিল অনুষ্ঠিত

রুমায় প্রথমবারের মতো ম্রো স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের কাউন্সিল অনুষ্ঠিত

রুমায় প্রথমবারের মতো ম্রো স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের কাউন্সিল অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ম্রো স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির কাউন্সিল। শুক্রবার (১৩ জুন) সকালে রুমার বম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভায় দেওয়ং ম্রোকে সভাপতি এবং পায়া ম্রোকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

চাংরাও ম্রোর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন তনয়া ম্রো। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং গালেঙ্গ্যা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকসিং ম্রো, রেংলং ম্রো, রেংনং ম্রো, সিংরাও ম্রো ও চাংরাও ম্রো (প্রিন্স) সহ আরও অনেকে।

বক্তারা বলেন, ম্রো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা উল্লেখ করেন, বাংলাদেশের মারমা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যেভাবে নেতৃত্ব দিয়ে আসছে, ঠিক সেভাবেই ম্রো ছাত্রদেরও দায়িত্ব নিতে হবে।

সভায় গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিতে গঠিত হয় ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী ও কার্যনির্বাহী কমিটি, যাদের মেয়াদ আগামী দুই বছর।

স্থানীয় পর্যায়ে এটি একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ম্রো শিক্ষার্থী সমাজকে সংগঠিত ও নেতৃত্বে উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed