নারী ও শিশু ধর্ষণ এবং সকল যৌন সহিংসতার বিরুদ্ধে খাগড়াছড়িতে মানববন্ধন - Southeast Asia Journal

নারী ও শিশু ধর্ষণ এবং সকল যৌন সহিংসতার বিরুদ্ধে খাগড়াছড়িতে মানববন্ধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক নারী সহিংসতা অবসান দিবসের আহ্বানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মঞ্চের আয়োজনে নারী ও শিশু ধর্ষণ এবং সকল যৌন সহিংসতার বিরুদ্ধে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর সকালে জেলা সদরের শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে নারী ও শিশুর উপর সহিংসতার মাত্রা, ধরণ ও নিষ্ঠুরতা বহুগুন বেড়েছে। দেশের প্রতিটি নারী ও শিশু সহিংসতার ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে বক্তারা এর মূল কারণ হিসেবে নারীকে মানুষ হিসেবে অবমূল্যায়ন করার দৃষ্টিভঙ্গী ও আচরণকে দায়ী করেন।

গত দশ মাসে আইন ও সালিশ কেন্দ্র ও মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক সংগৃহীত তথ্য অনুসারে ১২৫৩ জন নারী ধর্ষনের শিকার, ২০০ জন নারীকে ধর্ষনের চেষ্টা এবং ২২১ জন নারী সারাদেশে যৌন হয়রানির শিকার হয়েছে বলে জানান আয়োজকরা। বক্তারা বলেন, এদের মধ্যে দলবদ্ধ ধর্ষনের শিকার হয়েছে ২৫ জন, ধর্ষনের পর হত্যা করা হয়েছে ৬২ জনকে এবং আত্মহত্যা করেছেন ১০ জন। ধর্ষনের প্রতিবাদ করায় খুন হয়েছেন ৩ জন নারী ও ২ জন পুরুষ। ধর্ষণের শিকার হয়েছে ৭৬৭ জন শিশু। ধর্ষনের চেষ্ঠা করা হয়েছে ১৩৫ জন শিশুকে। যৌন সহিংসতার শিকার হয়েছে ৮০ জন মেয়ে শিশু এবং ২৬ জন ছেলে শিশু। এসময় তারা নারী ও শিশু ধর্ষন, নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের পাশাপাশি বেসরকারী পর্যায়ে জনমত গড়ে তোলার আহবান জানান। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন, রাস্তা-ঘাট এমনকি হাসপাতালসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানগুলোতে নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে কার্যকর ভূমিকা রাখতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

মানববন্ধনে খাগড়াছড়ি কাবিদানের নির্বাহী পরিচালক লালশা চাকমার সভাপতিত্বে ও তৃনমূল সংস্থার সমন্বয়কারী মিনুচিং মারমার সঞ্চালনায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মঞ্চের সাধারণ সম্পাদক আবু দাউদ, বাংলাদেশ মারমা কাউন্সিল ফোরামের সাধারণ সম্পাদক নিঅংগ মারমা, সনাকের ইয়েস সদস্য নিশি ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম সদর শাখার সভাপতি দহেন বিকাশ ত্রিপুরা প্রমূখ উপস্থিত ছিলেন।