ক্য শৈ হ্লাকে সভাপতি ও ইসলাম বেবীকে সম্পাদক করে বান্দরবান জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Southeast Asia Journal

ক্য শৈ হ্লাকে সভাপতি ও ইসলাম বেবীকে সম্পাদক করে বান্দরবান জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বর্তমান জেলা সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লাকে সভাপতি ও পৌর মেয়র মোঃ ইসলাম বেবীকে সাধারণ সম্পাদক ঘোষনা করে বান্দরবান জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর সোমবার জেলা সদরের রাজার মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলনের ১ম অধিবেশনের সূচনা হয়।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত সম্মেলনে জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এসময় সম্মেলনে অন্যানদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, সাবেক সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর উশৈসিং এমপি, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিুনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাক মিয়াসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এসময় মাহবুব উল আলম হানিফ বলেন, পার্বত্যাঞ্চলের বর্তমান দৃশ্যমান উন্নয়ন শান্তিচুক্তির ফসল, যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর থাকার কারণেই সম্ভব হয়েছে। উন্নয়নের স্বার্থে পার্বত্যাঞ্চলে শান্তিচুক্তি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের কোনো বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, পাহাড়ের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বর্তমান সরকারকে বারবার ক্ষমতায় আনতে হবে। বান্দরবান বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ফসল বলে দাবি করে তিনি আরো বলেন, বর্তমান সরকার পাহাড়ে শতভাগ স্বাক্ষরতার হার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে, যার ধারাবাহিকতায় পাহাড়ের দুর্গমতাকে ভেদ করে প্রধানমন্ত্রী গ্রামে গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। আর এ আলো যাতে নিভে না যায়, সেজন্য পাহাড়বাসীকে আবারো শেখ হাসিনার অবদান স্মরণ করে তাকে নির্বাচিত করতে হবে।

পরে বিকেলে একই স্থানে ২য় অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে সর্বসম্মতিক্রমে বর্তমান জেলা সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লাকে সভাপতি ও পৌর মেয়র মোঃ ইসলাম বেবীকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ।